ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরীক্ষার ( জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিতব্য) কেন্দ্র তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম, ৭ম পর্ব নিয়মিত ২য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২২ এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ৫ম ও ৭ম পর্ব নিয়মিত এবং ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-2022 এর কেন্দ্র তালিকা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিম্নে প্রকাশ করা হলো। ছকের ডান পার্শ্বের বর্ণিত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান/প্রতিষ্ঠানসমূহের পরীক্ষার্থীরা বাম পার্শ্বের নির্বাচিত কেন্দ্রের অধীনে তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। উক্ত পরীক্ষায় নিম্নোক্ত বিশেষ নির্দেশনাসহ সকল নির্দেশনা অনুসরণ করে পরীক্ষা গ্রহণ করতে হবে। নোটিশ টি দেখতে পারবেন এই ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
১। প্রশ্নপত্রে মুদ্রিত পূর্ণমানে পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে;
২। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে বোর্ড হতে অনলাইনে প্রেরিত প্রশ্নপত্রে তত্ত্বীয় পরীক্ষা গ্রহণ করতে হবে।
৩। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
৪। তত্ত্বীয় পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা একই কেন্দ্রের অধীনে অনুষ্ঠিত হবে। যদি কোন কেন্দ্রে কোন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ল্যাব না থাকে তবে ঐ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনে যে প্রতিষ্ঠানে ঐ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা গ্রহণের উপযোগী যন্ত্রপাতি রয়েছে সেই প্রতিষ্ঠানেই ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করতে হবে।