বিষয়ঃ ২০২৩ সনের এইচএসসি (বিএমটি/বিএম)/ এইচএসসি (ভোকেশনাল)/ ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষের পাঠদানকারী শিক্ষকগণের তালিকা অনলাইনে প্রেরণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ২৬ জুন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উপর্যুক্ত বিষয়ে অত্র বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি/বিএম)/ এইচএসসি (ভোকেশনাল)/ ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রম পরিচালিত সকল প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩ সনে অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি/বিএম)/ এইচএসসি (ভোকেশনাল)/ ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষের উত্তরপত্র মূল্যায়ন/নিরীক্ষণ ও প্রধান পরীক্ষকের কাজ করতে ইচ্ছুক এরূপ পাঠদানকারী শিক্ষকগণের প্রয়োজনীয় তথ্যাবলি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.bteb.gov.bd) এর প্রদর্শিত তথ্য ছক মোতাবেক পূরণ করে আগামী ০৩-০৭-২০২৩ খ্রি. তারিখ হইতে ২০-০৭-২০২৩ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে প্রেরণ করতে হবে। এছাড়া কোন শিক্ষক তাঁর তথ্যাবলী নিজ প্রতিষ্ঠান হতে একাধিকবার অথবা একের অধিক প্রতিষ্ঠান হতে বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করতে পারবেন না।
উল্লেখ্য যে, কোন শিক্ষক বর্তমানে কর্মরত না থাকলে অথবা ভুল তথ্য দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করতে চাইলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে। এছাড়া পরীক্ষক হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হওয়ার পর পরীক্ষককে অবশ্যই কর্মরত প্রতিষ্ঠানের প্যাডে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
Hsc (BM-BMT),Vocational and Diploma in Commerce | এইচএসসি (বিএম-বিএমটি), (ভোক) ও ডিপ্লোমা ইন-কমার্স শিক্ষাক্রমের ১ম ও ২য় বর্ষের শিক্ষকগণের তালিকা অনলাইনে প্রেরণ বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|