২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে (২য় ব্যাচ) আবেদনের সময় বৃদ্ধি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিষ্টার) মেয়াদী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে অন-লাইন প্রাথমিক আবেদনের সময় ৩১ শে জুলাই ২০২৩ তারিখ রাত ১২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admisssions) থেকে আগ্রহী প্রার্থীদের অন-লাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং অন-লাইন গেটওয়ে (Gateway ) অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৫০০/-(পাঁচশত) টাকা ০১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে ০৪ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে (২য় ব্যাচ) ভর্তি বিজ্ঞপ্তির (স্মারক নং: ১৬(০১) জাতী: বি:/স্কিল বেইজড পিজিডি/২০২৩-২০২৪/৫০১৪, তারিখ: ০১/০৬/২০২৩) সকল শর্ত অপরিবর্তিত থাকবে।
প্রাথমিক আবেদন, , লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত ভর্তির পরিবর্তিত সময়সূচি:
অনলাইনে আবেদন ফরম পূরণের সর্বশেষ তারিখ: ৩১/০৭/২০২৩
প্রাথমিক ফি জমা দেয়ার সর্বশেষ তারিখ: ০১/০৮/২০২৩
প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহের সর্বশেষ তারিখ: ০৪/০৮/২০২৩
লিখিত পরীক্ষার তারিখ: ১৮/০৮/২০২৩
(ভর্তি পরীক্ষার স্থান: ১০২, ইসলাম টাওয়ার (৬ষ্ঠ তলা), শুক্রাবাদ, ঢাকা।)
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ২০/০৮/২০২৩
মৌখিক পরীক্ষার তারিখ: ২৫/০৮/২০২৩ থেকে ২৬/০৮/২০২৩
(স্থান: ১০২, ইসলাম টাওয়ার (৬ষ্ঠ তলা), শুক্রাবাদ, ঢাকা।)
চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ: ২৮/০৮/২০২৩
পে স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখ: ৩০/০৮/২০২৩ থেকে ০৫/০৯/২০২৩
ক্লাস শুরুর তারিখ: ০৮/০৯/২০০৮/০৯/২০২৩ | ক্লাস : ১০২, ইসলাম টাওয়ার (৬ষ্ঠ তলা), শুক্রাবাদ, ঢাকা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
•এই ভর্তি কার্যক্রমের যে কোন নিয়মাবলী/ধারা/উপধারা সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন অথবা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে ।