ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্মশালা-১ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ০৩ জুলাই ২০২৩ কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আগামী ০৯ জুলাই, ২০২৩ খ্রি. হতে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পরীক্ষায় বোর্ড হতে অনলাইনে প্রেরিত প্রশ্নপত্র ডাউনলোড ও প্রিন্ট করে পরীক্ষা গ্রহণ, প্রবিধান ও নির্দেশনা অনুসরণ করে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং টিসি, পিসি ও পিএফ নম্বর প্রদান করা, পরীক্ষা চলাকালীন পরীক্ষার তথ্য বোর্ডে প্রেরণ করা, ও টিসি, পিসি ও পিএফ নম্বর ও অনুপস্থিতির তথ্য অনলাইনে এন্ট্রিসহ পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের নিমিত্ত্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আলী আকবর খান এর সভাপতিত্বে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নতুন ভবনের ২য় তলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে আগামী ০৫-০৭-২০২৩ খ্রি. তারিখ রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকা হতে লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ মহসিন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা উপস্থিত/সংযুক্ত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উক্ত সেমিনারে তালিকা-১ এ উল্লিখিত কর্মকর্তাগণ সশরীরে এবং তালিকা-২ এ উল্লিখিত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে ই-সেবা প্লাটফরমের মাধ্যমে (Zoom) সংযুক্ত থাকার জন্য অনুরোধ জানানো হলো। ই-সেবা প্লাটফরমের মাধ্যমে (Zoom) রেজিস্ট্রেশন করে ও অংশগ্রহণ করার প্রক্রিয়া নিম্নে সংযুক্ত ছকে দেয়া আছে। অংশগ্রহণকারীগণ বোর্ডের নিয়মানুযায়ী সম্মানী প্রাপ্য হবেন।
“ই-সেবা” প্লাটফরমের মাধ্যমে অনলাইন কর্মশালায় অংশগ্রহণের নিয়মাবলি
১ যে কোন ব্রাউজারে bteb.gov.bd ব্রাউজ করুন।
২.bteb এর মূল website এর “ই-সেবা” মেনুতে ক্লিক করুন (নিচের ছবিতে দেখুন)।
৩. অথবা সরাসরি bteberp.com ব্রাউজ করুন।
৪. প্রতিষ্ঠান প্যানেলের “এখানে ক্লিক করুন” বাটনে ক্লিক করুন। প্রতিষ্ঠানের login Form আসবে।
৫. যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাঁরা UserName এবং Password দিয়ে Login করবেন। এবং যারা পূর্বে রেজিস্ট্রেশন করেননি তাঁরা Login ফরমের Registration বাটনে এর ক্লিক করুন। Registration ফরম আসবে। প্রয়োজনীয় ফিল্ডগুলো যথাযথ ভাবে পুরণ করুন (কোন ব্যক্তির মোবাইল বা ইমেল ব্যবহার না করে প্রতিষ্ঠানের মোবাইল বা ইমেল ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে)।
৬. পুরণ করার পর Submit for OTP বাটনে ক্লিক করুন। উক্ত মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার OTP (One Time Password) যাবে। পাসওয়ার্ডটি নির্দিষ্ট স্থানে ইনপুট দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
৭ আপনার প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল। এখন আপনি Sign in করুন।
৮. Home Page এ কর্মশালা এবং আপনার ব্যক্তিগত তথ্য প্রদর্শিত যদি আপনার ব্যক্তিগত তথ্য ভূল থাকে তোহলে তথ্য সংশোধন করুন বাটনে ক্লিক করে আপনার ব্যক্তিগত তথ্য সংশোধন করুন অতঃপর কর্মশালায় যোগদান করুন বাটনে ক্লিক করে কর্মশালায় যোগদান করুন।
৯. কর্মশালা শেষে নিচের প্রক্রিয়া অনুসরণ করে বিল দাখিল করুন।
১০. বিল ফরম দেখুন বাটনে ক্লিক করে বিল ফরমটি দেখুন এবং প্রিন্ট করুন।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্মশালা-১ বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|