জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৩ পালনের লক্ষে কবিতা পাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা/কর্মচারিদের জন্য কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কবিতা পাঠ প্রতিযোগিতা আগামী ১৫ আগস্ট সকাল ৯:০০ ঘটিকায় নতুন ভবনের ২য় তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এছাড়া অত্র বোর্ডের কর্মকর্তা/কর্মচারিদের সন্তানদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কে A-4 সাইজের সাদা কাগজে (বাসায় বসে) চিত্রাংকন করে নিজ নাম, পিতা/মাতার নাম, শ্রেণি ও বিদ্যালয়ের নাম উল্লেখ করে আগামী ১৩/০৮/২০২৩ খ্রি. এর মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।