২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট : (www.nu.ac.bd/admissions )
শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি |
পোস্ট এর সূচিপত্রঃ
১ । আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
২। পিএইচডি প্রোগ্রামে স্থানান্তর
৩। প্রোগ্রামের মেয়াদ
৪। অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে-স্লিপ ডাউনলোড
৫। পে-স্লিপের মাধ্যমে ফি' জমা দিয়ে প্রাথমিক আবেদন ফরম ডাউনলোড
৬। প্রাথমিক আবেদন ও চূড়ান্ত ভর্তির সময়সূচি
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
আবেদনকারীকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫ অথবা সনাতন পদ্ধতিতে দ্বিতীয় বিভাগ বা ৪৫% নম্বর পেতে হবে। এছাড়া প্রার্থীকে স্নাতক (পাস)/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় আলাদাভাবে সিজিপিএ ২.৫০ অথবা সনাতন পদ্ধতিতে দ্বিতীয় শ্রেণি বা ৫০% নম্বর পেতে হবে।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষাসহ শিক্ষা জীবনের সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্টসংখ্যক গবেষক নির্ধারিত হারে ফেলোশিপপ্রাপ্ত হবেন। ফেলোশিপপ্রাপ্ত গবেষকগণের কোর্স চলাকালীন পূর্ণকালীন ছুটিতে থাকতে হবে।
আবেদনকারীকে গবেষণার বিষয়বস্তুর ওপর সুনির্দিষ্ট একটি গবেষণা প্রস্তাবনা (Research Proposal) -এর সারসংক্ষেপ অনলাইন আবেদনে আপলোড করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত কোন প্রার্থী এ প্রোগ্রামে ভর্তি হতে পারবে না। উক্ত শর্ত ভঙ্গ করে কোন প্রার্থী এ ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করলে তার ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর কোন তথ্য/ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
পিএইচডি প্রোগ্রামে স্থানান্তর
এমফিল প্রোগ্রামে প্রথমবর্ষে তত্ত্বীয় ও মৌখিক পরীক্ষায় গড়ে ন্যূনপক্ষে ৭০% নম্বর (সিজিপিএ ৩.৫০), এবং গবেষণায় অগ্রগতি সন্তোষজনক এ মর্মে সুপারভাইজারের সুপারিশ থাকলে গবেষক পিএইচডি প্রোগ্রামে স্তানান্তরের জন্য আবেদন করতে পারবেন। যে সকল গবেষক পিএইডি কোর্সে স্থানান্তরের সুযোগপ্রাপ্ত হবেন তাদেরকে অতিরিক্ত ০৮ ক্রেডিটের ২টি তত্ত্বীয় কোর্স সম্পন্ন করতে হবে, এবং পিএইচডি থিসিস জমা দেয়ার পূর্বে স্বীকৃত জার্নালে ১টি গবেষণা প্ৰবন্ধ প্রকাশ করতে হবে।
প্রোগ্রামের মেয়াদ :
এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামের মেয়াদ এক বছরের কোর্সওয়ার্কসহ (২ সেমিস্টার) ২ (দুই) বছর।
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে-স্লিপ ডাউনলোড
আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক
ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Master's/MAS/Ad. MBA/M.Phil/PGD in LIS Tab 2 Apply Now (MPhil Leading to PhD) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীকে সতর্কতার সঙ্গে নিজের নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য ও জন্ম তারিখ নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার মার্কশীটের সত্যায়িত কপি ও গবেষণা প্রস্তাবনা (Research Proposal) -এর সারসংক্ষেপ স্ক্যান করে আপলোড করতে হবে।
ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ হবে 120x150 pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb.
রোল নম্বর ও পিন কোড সম্বলিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে।
কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant Log in সিলেক্ট করে MPhil Leading to PhD login অপশনে আবেদন ফরম-এ উল্লিখিত রোল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the OTP অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলোড করতে পারবে। তবে প্রাথমিক আবেদন ফি জমা দেয়ার পর প্রার্থী ফরম বাতিল করতে পারবে না। আবেদনকারী এ সুযোগ কেবলমাত্র একবারই পাবে।
সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারীকে (রোল নম্বর ও পিন কোড উল্লেখপূর্বক) Download Pay Slip অপশন থেকে পে-স্লিপ Print করে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
পে-স্লিপের মাধ্যমে ফি' জমা দিয়ে প্রাথমিক আবেদন ফরম ডাউনলোড
পে-স্লিপ ডাউনলোড করে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (gateway)-এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফি জমা দিলে প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম ডাউনলোড করার জন্য তথ্য দেয়া হবে। এ পর্যায়ে প্রার্থী তার রোল নম্বর ও পিন ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Application Login (MPhil Leading to PhD) অপশনে থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট নিবে।
প্রাথমিক আবেদন ফরম ব্যতিত কোনো প্রার্থীকে মেধা তালিকায় স্থান দেয়া হবে না।
নিম্নে নির্দেশনাটি অনুসরণ করুন
ধাপ-১: অনলাইনে আবেদন করুন
ধাপ-২: পে-স্লিপ ডাউনলোড ও প্রিন্ট করুন অথবা অনলাইন গেটওয়ে ব্যবহার করুন
ধাপ-৩: পে-স্লিপটি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিন। পে-স্লিপ অথবা অনলাইন গেটওয়ে এর মাধ্যমে ফি পরিশোধের পর আবেদনকারীকে তা SMS-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং Application Login (MPhil Leading to PhD) অপশনে থকে আবেদন ফরম ডাইনলোড করে প্রিন্ট নিতে হবে।
প্রাথমিক আবেদন ও চূড়ান্ত ভর্তির সময়সূচি
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের তারিখ ২০-৮-২০২৩ থেকে ২৩-৯-২০২৩
প্রাথমিক আবেদন ফি জমা দেয়ার তারিখ : ২২-৮-২০২৩ থেকে ২৫-৯-২০২৩
আবেদনকারী প্রতি ১,০০০/- | (এক হাজার) টাকা হারে আবেদন ফি জমা দিতে হবে। Pay Slip-এ ২০২০-২০২৪ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট এমফিল লিডিং টু পিএইচডি খাতের
| সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮৮০১০০৫৯৫৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে।
প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ ২২-৮-২০২৩ থেকে ২৬-৯-২০২৩
লিখিত পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান
পরবর্তীতে জানিয়ে দেয়া হবে
কোর্সওয়ার্ক/গবেষণা কার্যক্রম শুরুর তারিখ ১লা নভেম্বর ২023
এই ভর্তি কার্যক্রমের যে-কোনো নিয়মাবলি/ধারা/উপধারা সংশোধন, সংযোজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।