২০২৩ সালের এইচএসসি পরীক্ষার Exam Management HSC 2023 এর ব্যবহার ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ প্রসঙ্গে ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, অত্র শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রসমূহ কেন্দ্রভিত্তিক অনলাইনে প্রদান করা হয়েছে। শুধুমাত্র Chrome Browser ব্যবহার করে dinajpurboard.gov.bd-এ প্রবেশ করে Exam Management HSC 2023-এ ক্লিক করে Centre Login-এ সেন্টার কোড ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্রে ক্লিক করলে Print All অপশন দেখাবে। এতে ক্লিক করলে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র প্রদর্শিত হবে। সেখান থেকে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র A4 সাইজের 80gm-এর অফসেট কাগজে প্রিন্ট করে নিতে হবে। এই প্রবেশপত্রে ডান পার্শ্বে "Centre Copy" লিখা থাকবে। শুধুমাত্র এই প্রবেশপত্র দিয়ে পরীক্ষার্থী কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করার জন্য Institute Login-এ EIIN ও Password দিয়ে প্রবেশপত্র প্রিন্ট করতে পারবে। তবে এই প্রবেশপত্র দিয়ে পরীক্ষার্থীগণ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। প্রবেশপত্র সংশোধনের (রেজিস্ট্রেশন কার্ড মোতাবেক) আবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে দিতে হবে ।
Read more: Exam Management HSC 2023 এর ব্যবহার নির্দেশিকা
পোস্ট এর সূচিপত্রঃ
১ । প্রতিষ্ঠান ও কেন্দ্রের জন্য অবশ্যই পালনীয় বিষয়সমূহ
প্রতিষ্ঠান ও কেন্দ্রের জন্য অবশ্যই পালনীয় বিষয়সমূহ
প্রতিষ্ঠানসমূহ eFF-HSC-2023 এর জমাকৃত ফি'র ইলেক্ট্রনিক রশিদ এবং কেন্দ্র ফি কেন্দ্রে জমা দিয়ে কেন্দ্ৰ থেকে সমসংখ্যক প্রবেশপত্র (Centre Copy) সংগ্রহ করে পরীক্ষার্থীদের মধ্যে আগামী ১০/০৮/২০২৩ তারিখের মধ্যে বিতরণ করবে।
পরীক্ষা শুরুর পূর্বে প্রবেশপত্র সংশোধনের জন্য কোন ফি লাগবে না। পরীক্ষা শুরু হলে ২০০/- টাকা এবং পরীক্ষার পর থেকে ফল প্রকাশের পূর্ব পর্যন্ত ৪০০/- টাকা জরিমানা ফি সোনালী-ই-সেবা/সোনালী সেবার মাধ্যমে জমা দিয়ে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা যাবে। এজন্য রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও ফরমপুরণের কাগজপত্রসহ আবেদন করতে হবে।
Exam Management HSC-2023 থেকে পরীক্ষার্থীদের হাজিরা পত্র, প্রতিদিনের পরীক্ষার্থী (Daily Examinee), শিরোনামাপত্র (Top sheet), Seat Plan বের করবেন। এই সফ্টওয়্যার ব্যবহারের জন্য পৃথক একটি নোটিশ দেয়া আছে ।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার Exam Management HSC 2023 এর ব্যবহার ও ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|