২০২৩ সালের এইচএসসি পরীক্ষার নতুন পরীক্ষক Online-এ রেজিস্ট্রেশনকরণ ও পূর্বে রেজিস্ট্রেশনধারীদের তথ্য হালনাগাদকরণ সংক্রান্ত
উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষক ও প্রধান পরীক্ষক নির্বাচনের জন্য আগামী ২০/০৮/২০২৩ তারিখের মধ্যে Online-এ নতুন পরীক্ষক রেজিস্ট্রেশন ও ইতোপূর্বে রেজিস্ট্রেশনধারীদের তথ্য হালনাগাদকরণের (যদি প্রয়োজন হয়) জন্য Website : www.dinajpurboard.gov.bd Visit করতঃ DBTP (Dinajpur Board Teacher's Profile) Option -এ প্রবেশ করে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো ।
পোস্ট এর সূচিপত্রঃ
১ । বিশেষ নির্দেশনা
০২। নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে
০৩। পূর্বে রেজিস্ট্রেশনধারীদের ক্ষেত্রে
Online এ তথ্য প্রদানের সময় অবশ্যই নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে
বিশেষ নির্দেশনা
যে সকল সম্মানীত শিক্ষক ইতোমধ্যে অবসরে গিয়েছেন এবং যাঁরা আগামী পরীক্ষার ফলাফলের পূর্বে অবসরে যাবেন তাঁদের পরীক্ষক হওয়ার জন্য আবেদন করার প্রয়োজন নেই ।
‘স্কুল এন্ড কলেজ' এরূপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষগণ কলেজ পর্যায়ের আবেদনের ক্ষেত্রে অধ্যক্ষ হিসেবে Profile খুলবেন, কিন্তু কলেজ পর্যায়ের উত্তরপত্র গ্রহণ করবেন না।
যে সকল শিক্ষক এখনও এমপিওভুক্ত হননি, তাদের পরীক্ষক হওয়ার জন্য আবেদন করার প্রয়োজন নেই ।
সংস্থা পরিচালিত (বিশেষায়িত) শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক সংস্থার নিকট থেকেই বেতন-ভাতাদি গ্রহণ করেন সে সকল প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ে পাঠদানকারী শিক্ষকগণ নিবন্ধন হালনাগাদকরণ কিংবা নতুন করে নিবন্ধন সম্পন্ন
করতে পারবেন ।
নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে :
নিজ সচল মোবাইল নম্বর User ID হিসেবে ব্যবহার করবেন।
Password (ইচ্ছে মত দিবেন) নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন।
সকল তথ্য পূরণের পর সোনালী ব্যাংকের হিসাব নম্বর ১৩ ডিজিটের দিবেন এবং Update দিবেন। Update-এ ক্লিক করলে কি মেসেজ দেখাচ্ছে তা দেখে কাজ করবেন। তারপর শিক্ষাগত তথ্যসমূহ দিয়ে Confirm Button-এ ক্লিক করে প্রিন্ট নিয়ে রাখবেন । উল্লেখ্য Update Button-এ আগে ক্লিক না করে Confirm Button-এ ক্লিক করবেন না ।
পূর্বে রেজিস্ট্রেশনধারীদের ক্ষেত্রে :
প্রোফাইলে প্রবেশ করে সোনালী ব্যাংকের ১৩ ডিজিটের হিসাব নম্বর দিবেন (১৩ ডিজিট থাকলে আর প্রয়োজন নাই)। ১৩ ডিজিটের একাউন্ট নম্বর না থাকলে অনলাইনে সম্মানী প্রেরণ সম্ভব নয়।
পদবী পরিবর্তন হলে তা পরিবর্তন করে দিবেন।
প্রতিষ্ঠান পরিবর্তন হলে EIIN নম্বর, জেলা, উপজেলা পরিবর্তন করে দিবেন।
সর্বশেষ Update-এ ক্লিক করে Confirm Button-এ ক্লিক করে Logout করবেন ।
Password ভুলে গেলে Principal মহোদয়ের Profile এ প্রবেশ করে হালনাগাদ করতে পারবেন।