ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরীক্ষার মিসিং TC, PC এবং PF এর নম্বর এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্ত প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরীক্ষার মিসিং TC, PC এবং PF এর নম্বর এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি |
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের জুলাই-আগস্ট, ২০২৩ মাসে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতিষ্ঠান কর্তৃক TC, PC নম্বর এবং কেন্দ্র কর্তৃক PF নম্বর Online এ এন্ট্রি করার তারিখ ০৭-০৮-২০২৩ হতে ১৪-০৮-২০২৩ খ্রি. পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু উক্ত সময়ের মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানের বেশকিছু পরীক্ষার্থীর এসকল নম্বর এন্ট্রি করা হয়নি। উক্ত মিসিং TC, PC এবং PF নম্বর আগামী ২১-০৯-২০২৩ খ্রি. হতে ২৫-০৯-২০২৩ খ্রি. তারিখের মধ্যে বোর্ডের Website এর মাধ্যমে TC, PC এবং PF মিসিং নম্বর হিসেবে ৩য় বারের মতো এন্ট্রি করার জন্য পুন:রায় সুযোগ দেয়া হলো । বোর্ডের Website এ এন্ট্রি করার প্রক্রিয়া: www.bteb.gov.bd > অনলাইন তথ্য প্রেরণ/গ্রহণ ব্লকের TC, PC, PF, IA মার্ক ও GPA এন্ট্রিকরণ লিঙ্কে প্রবেশ করে Diploma In Engg. & Tourism Missing TC, PC/PF Mark Submission Link GPA Diploma in Engg. & Tourism GPA Submission Link এ প্রতিষ্ঠান/কেন্দ্র হিসেবে নগইন করে Missing নম্বর এন্ট্রি করতে হবে। উপরোক্ত link এ বিষয়ভিত্তিক Missing তালিকা দেওয়া থাকবে।
নিম্নের সংযুক্ত তালিকা অনুযায়ী উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান TC, PC এবং PF নম্বর অনলাইনে নম্বর এন্ট্রি করতে ব্যর্থ হলে ঐ পরীক্ষার্থীর ফলাফল জটিলতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কেন্দ্রই দায়ী থাকবে।
বিষয়টি অতীব জরুরী।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরীক্ষার মিসিং TC, PC এবং PF এর নম্বর এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|