ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেক-আপ কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেক-আপ কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি |
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের (স্মারক নং- ৫৭,০০,০০00.053.99.005.21-১৬৯ তারিখঃ ১৩ জুন, ২০২১ খ্রি.) প্রজ্ঞাপণের আলোকে মূল টেকনোলজির আওতায় পূনঃবিন্যাসকৃত ইমার্জিং টেকনোলজির পঠিত বিষয়সমূহের বিষয়ভিত্তিক বিষয়বস্তুর ন্যূনতম ৬৫% মিল বা সমতা থাকলে ইমার্জিং টেকনোলজি হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষেতে বোর্ডের প্রোগ্রাম সমতুল্যতা কমিটির সুপারিশের আলোকে ইমার্জিং টেকনোলজির সংশ্লিষ্ট মূল টেকনোলজির সমতুল্যতা সনদ প্রাপ্ত হবেন এবং পঠিত বিষয়সমূহের বিষয়ভিত্তিক বিষয়বস্তুর ন্যূনতম ৬৫% মিল বা সমতা না থাকলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত মেক-আপ কোর্স সম্পন্ন করে উত্তীর্ণ হলে সমতুল্যতা সনদ প্রাপ্ত হবেন। মূল টেকনোলজির সাথে ৬৫% মিল বা সমতা নেই এমন ইমার্জিং টেকনোলজি হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতুল্যতা সনদ প্রাপ্তির জন্য নিম্নে ছকে বর্ণিত প্রতিষ্ঠানসমূহ স্ব স্ব প্রতিষ্ঠানে Login করে Online এর মাধ্যমে আগামী ০৪-১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ২.০০ ঘটিকার মধ্যে মেক-আপ কোর্সে নিবন্ধন (বোর্ডের ওয়েবসাইটে অনলাইন রেজিস্ট্রেশন ব্লকের “Diploma - In Engineering Allied Registration লিঙ্কের মাধ্যমে) সম্পন্ন করে আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে বোর্ড নির্ধারিত ফি জমাদান এর ব্যাংক ড্রাফটসহ প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রেশন শাখায় জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।
বিঃ দ্রঃ প্রতি টেকনোলজিতে দুই ব্যাচ/গ্রুপের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
মেক-আপ কোর্সের জন্য নির্ধারিত পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের নাম :
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল -টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া - টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর- টেকনোলজি থাকা সাপেক্ষে মেক-আপ কোর্স করা যাবে।
Make-up কোর্স এর নীতিমালা-২০২২।
Make-up কোর্স এর কোর্স স্ট্রাকচার।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেক-আপ কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (PDF) দেখতে অথবা ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন|
Diploma In Engineering Makeup Course Pdf