Online application of mphil leading to phd admission - ২০২০-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিতকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ভর্তি বিষয়ক ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions
২০২০-২০২৪ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিতকরণ বিজ্ঞপ্তি |
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্কলারশিপ-সহ এমফিল লিডিং টুপিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ১৫ই অক্টোবর ২০২৩ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। যারা ইতোপূর্বে আবেদন ফরম পূরণপূর্বক ফি জমা দিয়ে আবেদনের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ভর্তি সংক্রান্ত সকল শর্ত ও নিয়মাবলি পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
প্রাথমিক আবেদন ও চূড়ান্ত ভর্তির সময়সূচি
অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণের শেষ তারিখ ১৫ই অক্টোবর ২০২৩
প্রাথমিক আবেদন ফি জমা দেয়ার তারিখ : ১৭ই অক্টোবর ২০২৩ | আবেদনকারী প্রতি ১,০০০/- (এক হাজার) টাকা হারে আবেদন ফি জমা দিতে হবে। Pay Slip-এ ২০২০-২০২৪ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট এমফিল লিডিং টু পিএইচডি খাতের| সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮৮০১০০৫৯৫৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে
প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহের তারিখ ১৮ই অক্টোবর ২০২৩
লিখিত পরীক্ষার তারিখ ২০শে অক্টোবর ২০২৩, সকাল ১০টা
লিখিত পরীক্ষার স্থান পিজিডি ক্যাম্পাস জাতীয় বিশ্ববিদ্যালয় ইসলাম টাওয়ার (৭ম তলা) ১০২ শুক্রাবাদ, ঢাকা ।