সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (CMU) শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর সেশনের পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (CMU) শিক্ষাক্রমের জুলাই- ডিসেম্বর, 2023 (৬ মাস মেয়াদি) সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের Online এ রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জুলাই-ডিসেম্বর, ২০২৩ (৬ মাস মেয়াদি):
(ক) ডাটা এন্ট্রি: ০৮-10-2023 খ্রি. থেকে 16-10-2023 খ্রি. পর্যন্ত। (খ) রেজিস্ট্রেশন: ১৭-১০-২০২৩ খ্রি. থেকে ১৯-১০-২০২৩ খ্রি. পর্যন্ত।
(গ) পেমেন্ট: ১৭-১০-২০২৩ খ্রি. থেকে ২১-১০-২০২৩ খ্রি. পর্যন্ত।
(ঘ)ফাইনাল লিস্ট প্রিন্ট: ফি পরিশোধিত হওয়ার পর।
ফি এর বিবরণ: রেজিস্ট্রেশন ফি ৫০.০০ টাকা, পরীক্ষার ফি ৩০০.০০ টাকা, সনদপত্র ফি ১০০.০০ টাকা ও নম্বরপত্র ফি ৭৫.০০ টাকাসহ সর্বমোট ৫২৫.০০ টাকা প্রতি শিক্ষার্থী।
প্রতি ট্রেডে আসন সংখ্যা হবে ৫০ (পঞ্চাশ) জন। এর মধ্যে মূল আসন ৪০ (চল্লিশ) জন এবং ড্রপআউট ১০ (দশ) জন। প্রতি ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা ০৫ (পাঁচ) জনের কম হলে উক্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
ই-সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd>ই-সেবা/bteberp.com) এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে ইউজার ম্যানুয়াল (সংযুক্ত) অনুসারে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে।