বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি বিষয়ক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফিশারিজ এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচ.এস.সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন- কমার্স শিক্ষাক্রম ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৩০ নভেম্বর, ২০২৩খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো । উক্ত সময়ের পরে ভর্তির আর কোন সুযোগ থাকবে না। উল্লেখ্য শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের Approved List-এ যেসকল শিক্ষার্থীর নাম অর্ন্তভূক্ত থাকবে সেসকল শিক্ষার্থীর ডুপ্লিকেট ভর্তি না থাকলে (ডুপ্লিকেট ভর্তি থাকলে বোর্ড নির্ধারিত তারিখের মধ্যে বাতিল করতে হবে) রেজিস্ট্রেশনের জন্য বিবেচিত হবে। উক্ত সময়ের ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের Approved List-এ রয়েছে কিনা, তা ভালভাবে নিশ্চিত হতে হবে। কেননা Approved List-এ অর্ন্তভূক্ত না থাকলে পরবর্তীতে সে রেজিস্ট্রেশন এবং ফরম ফিলাপ-এর জন্য বিবেচিত হবে না।