বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষাক্রমের ডুপ্লিকেট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন কারিগরি শিক্ষা বোর্ড ওয়েবসাইট এ http://www.bteb.gov.bd/
চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন- এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমের ভর্তিকৃত শিক্ষার্থীদের নিম্নেবর্ণিত তথ্য মোতাবেক কার্যসম্পাদনের জন্য অনুরোধ করা হলো:
Duplicate/Multiple Admitted List ( Previous Year) থাকা শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ০২ নং ভবনের ৫ম তলার রেজিস্ট্রেশন শাখার মাধ্যমে আগামী ৩০ জানুয়ারি, ২০২৪খ্রি. তারিখের মধ্যে বাতিল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে।
Duplicate/Multiple Admitted List (Year 2023 2024) বাটনে প্রাপ্ত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি, ২০২৪খ্রি. শুধুমাত্র অনলাইনে টিক চিহ্ন (√) দিয়ে Submit করতে হবে। এক্ষেত্রে অবশ্যই মূল নম্বরপত্র থাকা সাপেক্ষে টিক চিহ্ন (√) দিতে হবে। এছাড়া বোর্ডের ৭০১ নং কক্ষে মূল নম্বরপত্র প্রদর্শনপূর্বক বর্ণিত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা যাবে। অন্যথায় শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে।
Blank form Application এ ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল নম্বরপত্র আগামী ৩০ জানুয়ারি, ২০২৪খ্রি. তারিখের মধ্যে বোর্ডের ২নং ভবনের ৭০১ নম্বর রূমে প্রদর্শন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়ন বাতিল বলে গণ্য হবে।