ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সরাসরি ৪র্থ পর্বের শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি

 এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস্টারভিত্তিতে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সরাসরি ৪র্থ পর্বের শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি

এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস্টারভিত্তিতে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সরাসরি ৪র্থ পর্বের শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তিঃ
 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পরিচালিত প্রতিষ্ঠানসমূহে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৪র্থ পর্বের শূন্য আসনে ক্লাস্টারভিত্তিক শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ভর্তির জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান বরাবর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ভর্তির জন্য আবেদন ফরম ও আবেদনের নিয়মাবলী বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত নীতিমালা অনুসরণপূর্বক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে টেকনোলজি ও ক্লাস্টারভিত্তিক প্রাপ্ত আবেদনপত্রসমুহ যাচাই-বাচাই করে নিম্নের ছক অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডে প্রেরণসহ ভর্তি কার্যক্রম সম্পন্নের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে, এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রাপ্ত জিপিএ অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত আবেদন ও শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম প্রণয়নপূর্বক ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তি সংক্রান্ত তথ্যঃ

ভর্তির আবেদনের যোগ্যতা ও নিয়মাবলীঃ

  1. এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম উত্তীর্ন হতে হবে।
  2. এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ২.৫০ এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ২.০ থাকতে হবে;
  3. সরকারি প্রতিষ্ঠানের জন্য ২০২১ থেকে ২০২৩ সাল এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ২০১৭ হতে ২০২৩ এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

ভর্তির আবেদন, ফলাফল ও বোর্ডে তথ্যাদি জমা প্রদানের সময়সূচিঃ

  1. শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠান বরাবর আবেদনের তারিখ ৩০/০৫/২০২৪ হতে 23/06/২০২৪ পর্যন্ত
  2. প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীর তথ্য বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) এর “রেজিস্ট্রেশন” ব্লকের “ডিপ্লোমা/এইচ.এস.সি পর্যায়” লিংক-এ প্রবেশ করে ( Diploma in Engg (4th Semester) Admission for HSC (VOC) Student) শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে। তারিখ ০২/০৬/২০২৪ হতে ২৫/০৬/২০২৪ পর্যন্ত
  3. বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ তারিখ ৩০/০৬/২০২৪
  4. প্রতিষ্ঠানে ভর্তির সময়সীমা তারিখ ৩০/০৬/২০২৪ হতে ০৪/০৭/২০২৪ পর্যন্ত
  5. বোর্ডে প্রয়োজনীয় ডকুমেন্টসহ পে-অর্ডার জমা দানের তারিখ ০৭/০৭/২০২৪ হতে ১৮/০৭/২০২৪ পর্যন্ত

আবেদনের নিয়মাবলী ও আবেদনের সাথে প্রদেয় প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

শিক্ষার্থীগণ আবেদনপত্রের সাথে ১২০.০০ টাকা করে আবেদন ফি অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান বরাবর জমা প্রদান করবে। তন্মধ্যে শিক্ষার্থী প্রতি ১০০.০০ টাকা বোর্ড এবং ২০ টাকা প্রতিষ্ঠান প্রাপ্য হবে। বোর্ডের প্রাপ্য শিক্ষার্থী প্রতি ১০০.০০ টাকা সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বরাবর পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে বোর্ড নির্ধারিত সময়ে জমা প্রদান করতে হবে;

  • এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম উত্তীর্ণের মূল সনদপত্র;
  • এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম উত্তীর্ণের মূল নম্বরপত্র/ সনদপত্র;
  • এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) এর মূল রেজিস্ট্রেশন কার্ড;
  • সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদেয় প্রশংশাপত্র;
  • পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।

ফলাফল প্রকাশ ও ভর্তি সম্পন্নকরণ এবং প্রয়োজনীয় তথ্যাদি বোর্ডে জমা প্রদানঃ

এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রাপ্ত জিপিএ অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত আবেদন ও শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম প্রণয়নপূর্বক ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল নির্ধারিত তারিখে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে;

বোর্ড কর্তৃক ফলাফল ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ডকুমেন্টস ও নির্ধারিত ভর্তি ফি প্রদানপূর্বক ভর্তি সম্পন্ন করতে হবে;

পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদনকৃত সকল শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্র ফি ও ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ফিসহ প্রয়োজনীয় তথ্যাদি বোর্ডে জমা দিতে হবে। এ বিষয়ে ফলাফল প্রকাশের সময় বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে;

ভর্তির সময় এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং নির্ধারিত তারিখে আবশ্যিকভাবে বোর্ডে প্রদর্শন করতে হবে।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৪র্থ পর্বে ভর্তির জন্য এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের নির্ধারিত ট্রেডসমূহ ক্লাস্টারভিত্তিক ছক। নিম্ন ছক অনুসরণপূর্বক শিক্ষার্থী ভর্তি করতে হবে

Diploma 4th semester admission




Post a Comment

Previous Post Next Post
This Template Designed By e10Script