facebook ও youtube live অনুষ্ঠানে অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
facebook ও youtube live অনুষ্ঠানে অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি |
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচ.এস.সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সের সংশ্লিষ্ট অংশিজনকে নিয়ে চলমান ভর্তি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের লক্ষ্যে একটি facebook ও youtube live অনুষ্ঠান আগামী ০৩ জুন, ২০২৪ খ্রি: তারিখ রোজ সোমবার বিকাল ৩.০০টা হতে ৫.০০টা পর্যন্ত বোর্ডের facebook পেজ www.facebook.com/bteb.admin ও youtube লিংক youtube.com/@bteb.official এর মাধ্যমে অনুষ্ঠিত হবে । উক্ত facebook ও youtube live অনুষ্ঠানে বর্ণিত লিংকের মাধ্যমে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী/অভিভাবক ও সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণকে যথাসময়ে সংযুক্ত থাকার জন্য অনুরোধ জানানো হলো।